![]() |
সুষ্মিতা দে |
আমার বসন্ত
শত বসন্ত অবসানের পর তেইশের বসন্তে আপনাকে পাওয়া,
পেয়ে মনে হলো, আপনি যেন অবসাদমুক্ত প্রশান্তির হাওয়া।
এই যে সবাই বলে প্রেম মানে বিষাদ বেদনা!!
জানেন, আমার মনে হয় আপনাতেই সকল সুখ,
সকল চাওয়া-পাওয়া।
জীবন যখন দমকা হাওয়ায় প্রচণ্ড নড়বড়ে!!
ঠিক তখনই শক্ত খুঁটি হয়ে আপনি এলেন,
শক্ত করে হাতটি ধরে বললেন — 'ভালোবাসি'।
ব্যাস, অজান্তেই জয়ী হওয়ার মতো ফুটলো মুখে হাসি!
কি অদ্ভুত এক যাদুকরী মায়া আপনি,
আপনাতেই ডুবে থাকি দিবানিশি।
এমন সোহাগে আঁটকে রাখুন আমায়,
যেন কখনো হয় না নড়বড়ে, আসুক যতই বাধা নিধি।
সন্ধি
সেদিন যখন প্রথম দেখা,
তোমার আমার সন্ধি।
অনেক কথার ফুলঝুড়িরা,
ছিল বুক পকেটে বন্দি।
একটু দেরি হলেই তোমার,
আমার নাকের ডগায় রাগ!
সময় মতো আসবে বলে —
করতে সব মিটমাট।
সেদিন যখন প্রথম ছোঁয়া,
আঙুলে আঙুল বন্দি।
ভীষণ সুখেরা আত্মহারা,
হয়ে একের দন্দ্বী।
তুমিও ভীষণ একরোখা,
আমিও কেমন জেদি।
দুইয়ের মাঝে অভিমানেদের,
জোর করেই কেমন বাঁধি।
এরপর সময় কাটল বেশ —
ঝগড়া-বিবাদ যোগে।
বিনিময় হবে সকাল কিছুর,
তোমায় পাওয়ার লোভে....
Social Plugin