বিরহী মেঘ
বাতাসে বিরহী মেঘ
অজান্তে উড়ে যায়
কী জানি কোথায়।
ঝরা পাতার আবেগ
অভিমান বৃষ্টির মতো
কান্না ঝরে অবিরত।
বুঝিনা বাতাসের বেগ
বিবর্ণ সন্ধ্যা নামে ধীরে
বিরহ নদীর তীরে।
বসন্ত ছুঁই ছুঁই
বসন্ত ছুঁই ছুঁই
শীত চলে যায় ধীরে
আর তাকাবে না ফিরে
ফুটেছে গোলাপ চামিলি জুঁই।
উদাস নয়নে চেয়ে থাকি
আচমকা আসে দক্ষিণা বাতাস
মুখ উঁচু করে ডাকে সবুজ তৃণ ঘাস
এই ফাগুনে তুমি আসবে নাকি?
শীত চলে যায় ফুল বনে
দেখা হবে বসন্ত দিনে
আকাশ দেখি ক্ষণে ক্ষণে
কী করে বাঁচি তুমি বিনে।
Social Plugin