আদিত্য আনাম-এর দুইটি কবিতা

ক্ষুধার্ত লাটিমের বয়ান

ক্ষুধার্ত লাটিম হয়ে ঘুরতে ঘুরতে আমরা হঠাৎ থেমে যাই
হাত থেকে মাটি, মাটি থেকে হাত
যেভাবে দিন ঘুরে রাত, আর রাত ঘুরে দিন আসে!
অতিরিক্ত অংগের অভাবে আমাদের পুরোটাই শরীর, পুরোটাই ললাট
আমাদের ললাট বেয়ে ক্রমশঃ বেড়ে ওঠে দড়ি
শরীর পেঁচিয়ে নিক্ষেপ করা হলে আমরা অবিকল্পসুখ নিয়ে ঘুরি
এবং ততক্ষণ সচল থাকি।
এখানে যে-কেউ আমাদের ঈশ্বর হতে পারে বিনাদ্বিধায়
যে-কোনো সময় আমাদেরকে ঘোরাতে পারে যে-কোনো ঈশ্বর।
পরিত্যক্ত গোধূলির মতো আমরা নিরুপায়,
পরে থাকি মাটিকে আঁকড়ে ধরে
আমাদের পা নেই, হাত নেই, চোখ নেই, নোখ নেই
তবু আমরা ঘুরতে পারি!
শুধু ছুঁড়ে ফেলার মতোন প্যাঁচালো আঘাত পেলেই ঘুরি
মূলত ওটুকুই আমাদের গর্ব!
ওটুকুই আমাদের লজ্জা!
আমরা কোনদিন কোন ঈশ্বরের নাগালের বাইরে যেতে পারিনি
কিংবা ঈশ্বর ছাড়া আমরা নির্জীব।
আমরা পরিত্যক্ত হতেই পছন্দ করি
কেননা আমাদের কোনো নিজস্ব বোধ এখনও জন্মায়নি অথবা নেই...

জ্বী, বন এক জীবনের ছদ্মনাম

ঘুমন্ত বন মারিয়ে যাচ্ছে উদাসী পা
ভোলা পথ পালিয়েছে গন্তব্য নিয়ে।
অন্ধকার ভেঙে ভেঙে জোনাকির আলো
একা
এক
বিষণ্ণ
প্রতীকী
মন—
উড়ছে অবরুদ্ধ হাওয়ায় বিলাপ করে করে।
আকাশে বিধবা চাঁদ চেয়ে আছে কাজল চোখে
কেউ নেই তার; ছিলো না কেউ গোটাল ব্রহ্মাণ্ডে কখনো!
পাপড়ির দানার মতো জোছনার নির্যাস
ঝরছে
কালো
কান্নার
জলের
মতো
টুপটাপ; ক্রমাগত নিরুপমায়।
ঘুমন্ত বন—মন তবুও জীবন্ত
তার স্বপ্নের ভিতর দিয়ে দৌড়াচ্ছে এক প্রেমিকা হরিণ
প্রেমিক হরণিটি আজ নিখোঁজ বনে
তার কাঁচা মাংস ও ঘ্রাণ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শিকারী কেউ!
এভাবে কারো প্রেম কেউ ছিঁড়ে ছিঁড়ে খায়?
হায়! শিকারী হায়!
তবু—শিকারীরও প্রেম থাকে প্রেমিকা থাকে
ওভাবে তারও প্রেম কেউ ছিঁড়ে ছিঁড়ে খায়?
কারো মহামূল্য হৃদয় কারো একটুকরো খাবার
পৃথিবী
আজ
এক
বিপন্ন
রাক্ষস
যেন—
দূরে, গাছের ডালে ঝুলে আছে কারো একান্ত কেউ
Oh! God, Who Are You?
Oh! God, What The Fuck!
ওহ্,
তুমি কি জানো একটা হৃদয়ে কতগুলি প্রলেপ থাকে?
কতগুলি দুঃখ পোড়ালে একটা হৃদয় গঠিত হয় তুমি কি জানো, প্রভু?
দিগ্বিদিক দিকেরা ফিকে হয়ে আছে
দূরে, ঠিক মেঘলা কফিনের কাছে
স্থির, পড়ে আছে বিগত সূর্যের লাশ।
The Night Like The Black Ocean
Our Lonely Souls Are Swimming Swipe
এখানে জীবন্ত সাঁতার কেটে জেনেছি
রাতের অপাঠ্য অন্ধকারে সমস্ত রঙের রঙ এক
ফুলের মৌনতা জুড়ে সব মৃত মৌমাছি—
জীবন এক দীর্ঘ অবহেলা
আর ঘোলা ঘোলা দুর্বোদ্ধ বন।