![]() |
পিয়াস মজিদ |
ঝরঝর
~
আমার প্রাচীন মনশরীর
আর ০১টা নতুন সকাল
একজন চেয়ে আছে
আর একজনের দিকে
আমাকে আমার
শরীর ও মনে
পুনরায় ন্যস্ত করে
একটু পরে
সকালটা ঝরে যাওয়ার
পাঁয়তারা করছে
হে পিয়াস,
সকালেরে আটকাও
তারে বুঝতে দাও
পুরানো শরীরে ও মনে
বহাল থাকার চেয়ে
কী যে আনন্দ
ঝরার হলে
ঝরতে পারার পেইনে
রাতের রিক্যুয়াম
~
শেষরাতের ঘুমে কে ছিটিয়ে গেল
এলাচ-দারুচিনি
স্বপ্নে ম ম ছড়িয়ে পড়ছে সে সুবাস
১০ মাস ১০ দিন গর্ভে বসবাস শেষ করে
কুয়াশা আসছে নতুন সফরে
তোমার সঙ্গে বলার মতো যা কথা ছিল
তারা সব পাগল হয়ে গেছে
যত রক্তলাল ফুল দ্যাখো চোখে
তত ঘন অর্গাজম ঘটে থাকে
প্রেমের কান ধরে টান
প্রেম হবে খান খান
কবির বাটখারা বাটপারের হাতে
কবিতা কাঁদে মাপামাপির দুর্গন্ধে
আমাকে রেখে
হাওয়া চলেছে তার হেরেমের দিকে
শ্বাস চেপে চেপে আসছে
তবু থেকে তো যাচ্ছে
তুমি ধোঁয়া-ওঠা কফি ঢালছ
কোথাও কোনও কাপে
তোমার কথারা
~
তুমি কোনো কথা বলতে চাচ্ছিলে
কথার গায়ে কুয়াশা এসে পড়ছে
এর আগে পড়েছিল রোদ
এরও আগে মেঘ
তার আগে ছায়া
তারও আগে ঝড়
এবং বৃষ্টিও।
আমার কাছে আসতে আসতে
তোমার কথাটা ঢাকা পড়ে গেল
ঋতুচক্রের আবর্তনে।
নাকি তুমি
ঋতুচক্রের আবর্তনের কথাই
বলতে এসেছিলে আমাকে?
ভেবে-টেবে
~
তোমাকে ছেড়ে যাব—
ভাবি বার বার,
ছাড়তে গিয়ে ভেবে পাই না
তুমি ছাড়া কে আছে আমার!
Social Plugin