![]() |
আদিবা নুসরাত |
দ্বিধাচারিণী
তোমাকে ছেড়ে যেতে গিয়ে মনে হয়
ফেলে এসেছি শখের লাল জুতোজোড়া,
কফির মগ
আর যা কিছু প্রয়োজনীয়।
মনে হয় আরেকটু গোছগাছ
করে তারপর যাই।
তোমার সাথে থাকতে গিয়ে
ভোরবেলা ঘুম ভেঙে যায়
ছটফট লাগে,
মনে হয় সমুদ্র মন্থনের সমগ্র
নীল বিষ আমার গলায়।
সারাদিন মাথা ঝিমঝিম করে
সন্ধ্যেবেলা ঘুম পায়।
তবুও তোমার দিকে মুখ করে
বসলে টের পাই ক্ষনিক ফাল্গুনী
হাওয়া
অথচ তখনও আয়নায়
বিষাদিত মুখ
তোমাকে ছেড়ে যাব বলে ভাবলে
হৃদয়ে দোল লাগে ফুলের
তবুও তা জলজ ফুল বলে
আবার অপেক্ষা করি বর্ষার।
উৎসর্গ
তোমাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে,
ট্র্যাফিক, মেট্রো সব পেরিয়ে
ঠিক যেখানে যেখানে
তুমি স্পর্শ রেখে গিয়েছ,
শেষতক চুমু খাই জীর্ণশীর্ণ এক
বৃদ্ধর হাতেও
যেন এই এক্ষুণি তুমি ছুঁয়ে গিয়েছ
সেই হাত।
তারপর আরো কত স্বরলিপি পেরিয়ে
তোমার ঠোঁটে পৌঁছে যাই পুনরায়!
পৌঁছে যাই দীর্ঘতম এক শীতল
নদীর কাছে,
যেইখানে চুমুকেই চুম্বন
যেইখানে চুম্বনেই চুমুক
যেইখানে মিলেমিশে কপোতাক্ষ।
Social Plugin