জীবন
বেদনার জ্ঞান হয়েছে অনামিকা,
দুঃখ চেনার ভালো উপায় হচ্ছে এই যে দুঃখের কথা বলছি।
কাতর দীর্ঘশ্বাস নিখুঁত ক্ষতের কাছে সয়ে যাবে জন্মব্রত অস্বস্তিতে যাপন সংযম সন্ধ্যা মগজের মোহে শোকাতর,
দুঃখ সয়ে নিতে পায়চারি শুরু চলছে মধ্যরাত অবধি।
সুখ বুঝি বুক পকেটের পরিস্থিতি তৈরি করে,
অশ্রু লুকাতে হয়নি শুকিয়ে গেছে গ্রেড অনুযায়ী।
মারফতের সিলসিলা
আরাধ্যের কথোপকথন খামে,
চারপাশে ছড়িয়ে যাই যৌবনের হাওয়া।
চোখ বন্ধ করে দেখি প্রসারিত ডানায় উড়ে উড়ে
ফিরে আসি মাতৃক্রোড়ে,অঙ্কন অলঙ্কারে সঙ্গমে যখন।
যিশুকে দেখলাম সমদৌড়ে চিনছে পথ,
প্রসব বেদনায় হৃদয়ের ব্যাথায় খুলছি মুখ।
যিশু নবী আমি কবি কালের জাত মহকালের ঔরসে,
খোদ খোদার দূতের বয়ান।
Social Plugin