ইমন সিকদারের দুইটি কবিতা


 

তুমি শুধু আমার

আমাকে ভালোবাসো আর নাই বাসো,
আমার প্রতি সুবিচার করো আর অবিচার করো,
তুমি আমার!

আমাকে বিশ্বাস করো আর না করো,
স্বরচিত কবিতায় আমাকে রাখো আর না রাখো,
তুমি আমার!

পরিপাটি বিছানা অথবা পরিত্যক্ত কবরস্থান,
তোমার উষ্ণ হাত অথবা কুয়াশা ভেজা মধ্যরাত,
তুমি আমার!

তোমাকে একান্ত কাছে পেলাম বা না পেলাম,
তোমার ঠোঁটের উষ্ণতা পেলাম কিংবা নাই পেলাম,
তুমি আমার!

আমার ঘরের দরজা খোলা থাকুক বা না থাকুক,
তোমার অপেক্ষায় বসে থাকি কিংবা তামাক পোড়াই,
তুমি শুধু আমার৷





নতুনের আবির্ভাব

সবটুকু ভালোবাসা তাকে দিয়েছিলাম,
দিয়েছিলাম সবটুকু অধিকার,
সে অধিকার বুঝেছে ভালোবাসা বুঝেনি,
করেছে হৃদয় তোলপাড়।

হারিয়ে ফেলার ভয় ছিলো তবুও,
তাকে পাবো ভেবেই হয়েছি খুশি,
দিনশেষে তার সবাই আপন সবাই কাছের,
যেনো আমিই হলাম বেশি।

আমার সুখ আমার হাসি তার হয়নিকো সহ্য,
সে যে বেজায় দুঃখী,
আমাকে ভুলে চাইলো সে নতুন মানুষ,
যাকে নিয়ে হবে সুখী।

নতুন সময় নতুন দিন বা নতুন মানুষ,
নতুন তো সবাই চায়,
নতুন দিনে নতুন সময়ে বা নতুনের স্পর্শে,
সবাই বদলে যায়।

পুরোনো সময়ই সুন্দর তবে,
কেনো নতুন সময়ের আবির্ভাব,
প্রিয়তমা নতুনে অভ্যস্ত হলো,
তবুও আমি দোষী সে নির্ভেজাল নিষ্পাপ!